ক্রমবর্ধমান দাড়ির সঙ্গে কি মিল ক্রমহ্রাসমান জিডিপির? কটাক্ষে ভরা ট্যুইট শশী থারুরের

অভিনব কায়দায় প্রতিপক্ষকে আক্রমণ দেখে নেটিজেনদের একাংশ উপভোগও করছে কংগ্রেস নেতার এই ট্যুইট

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাড়ি নিয়ে বিরোধীদের কটাক্ষের শেষ নেই। একটি সাক্ষাৎকারে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেছিলেন, উনি রবীন্দ্রনাথ ঠাকুর সাজার চেষ্টা করছেন। তৃণমূলের আরেক নেতা অনুব্রত মন্ডল পেট্রোপণ্যের বর্ধিত দামের সঙ্গে প্রধানমন্ত্রীর দাড়ির তুলনা করেছিলেন। তিনি বলেছিলেন, মোদীর দাড়ি যত বাড়ছে, জ্বালানির দাম তত বাড়ছে। এবার প্রধানমন্ত্রীর দাড়ি নিয়ে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা শশী থারুর। ক্রমাগত নিম্নমুখী জিডিপির সঙ্গে প্রধানমন্ত্রীর দাড়ির তুলনা টেনে তিনি একটি ছবি ট্যুইট করেন। ক্যাপশনে লেখেন গ্রাফিক ইলাস্ট্রেশন বলতে যা বোঝায়।

ছবিটির পরের অংশে রেখাচিত্রের মাধ্যমে দেশের জিডিপি হার হ্রাস পাওয়া দেখানো হয়েছে। ছবিটির নিচের অংশে জিডিপির মতোই মোদীর দাড়িও নিম্নগামী দেখান হয়েছে।

[আরও পড়ুন- শালবণিতে সুশান্ত, গড়বেতায় তপন ঘোষ! পশ্চিম মেদিনীপুর ও জঙ্গলমহলে ঘুরে দাঁড়াতে মরিয়া সিপিএম]

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর এভাবে বিরোধীকে আক্রমণ করার সমালোচনা করেছেন একাধিক বিজেপি সমর্থক। পাশাপাশি অভিনব কায়দায় প্রতিপক্ষকে আক্রমণ দেখে নেটিজেনদের একাংশ উপভোগও করছেন কংগ্রেস নেতার এই ট্যুইট।

Comments are closed.