Shikshashree Schemes: মমতার একুশে সাফল্যের নেপথ্যে ‘শিক্ষাশ্রী’র অবদান জানেন?

এই পরিসরে ফিরে দেখা পড়ুয়াদের `শিক্ষাশ্রী` প্রকল্প

২০১১ সালে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে রাজ্যের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন মমতা ব্যানার্জি। এরপর শুরু হয় বাংলাকে উন্নয়নের পথে চালনা করার কঠোর প্রতিজ্ঞা। গত এক দশকে একের পর এক প্রকল্পের রূপায়ণ এবং বাস্তবায় করেন মমতা ব্যানার্জি। যার মধ্যে অন্যতম ‘শিক্ষাশ্রী‘ প্রকল্প।

২০১৪ তে কন্যাশ্রীর ধাঁচেই তফসিলি জাতি ও উপজাতির ছাত্রছাত্রীদের জন্য `শিক্ষাশ্রী` নামে একটি নতুন প্রকল্প চালু করে রাজ্য সরকার।

 

শিক্ষাশ্রী প্রকল্প কী ?

রাজ্যের পিছিয়ে পরা দরিদ্র-তফশিলি পরিবারের পড়ুয়াদের পড়াশুনোয় আর্থিক সুবিধা প্রদানের জন্য ২০১৪ সালে শিক্ষাশ্রী প্রকল্প চালু করে রাজ্য সরকার। এই প্রকল্পের অধীনে পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর SC এবং ST ছাত্রছাত্রীদের জন্য একটি বার্ষিক বৃত্তি চালু করা হয়।

এই বৃত্তিকে মূলত দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। তফসিলি জাতির (SC) ছাত্রছাত্রীরা পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত বার্ষিক ৭৫০ টাকা এবং অষ্টম শ্রেণীতে উঠলে বার্ষিক ৮০০ টাকা বৃত্তি দেওয়া হবে।

অন্যদিকে তফসিলি আদিবাসীর (ST) ছাত্রছাত্রীদের পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বার্ষিক ৮০০ টাকা বৃত্তি দেওয়া হবে। এই বার্ষিক বৃত্তির টাকা সরাসরি ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে।

প্রকল্প চালু হওয়ার আগে তফসিলি ছাত্রছাত্রীদের বইপত্র, পোশাক–সহ নানা খাতে সরকারি অনুদান দেওয়া হতো। প্রকল্পটি শুরু হওয়র পর থেকে সার্বিক ভাবে সংশ্লিষ্ট পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বছরে এক দফায় টাকা দেওয়া হয়। প্রকল্প শুরু হওয়ার প্রথম বছর থেকেই তফসিলি জাতির প্রায় ১২ লক্ষ পড়ুয়া এবং তফসিলি উপজাতির সাড়ে ৩ লক্ষ পড়ুয়াকে এই প্রকল্পের আওতায় আনা হয়। নারী ও শিশু কল্যাণ দফতর সূত্রের খবর, এই প্রকল্পের জন্য রাজ্য সরকার ২০০ কোটি টাকা বরাদ্দ করেছিল। যা পরবর্তী বছরগুলিতে বেড়ে দাড়াঁয় ৬২৩ কোটি টাকা।

 

সুবিধা

  • রাজ্যে সরকারের আর্থিক অনুদানে ছাত্রছাত্রীরা যাতে নিজেদের ভবিষ্যৎ গড়তে পারে, তার জন্যই এই শিক্ষাশ্রী প্রকল্প।
  • রাজ্য সরকার কতৃক ST এবং SC ছাত্রছাত্রীদের পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়ারা বার্ষিক বৃত্তি দেওয়া হবে।
  • SC পড়ুয়ারা পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত বার্ষিক ৭৫০ টাকা এবং অষ্টম শ্রেণীর জন্য বার্ষিক ৮০০ টাকা বৃত্তি পাবে।
  • ST পড়ুয়ারা পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বার্ষিক ৮০০ টাকা বৃত্তি পাবে।

যোগ্যতা

  • রাজ্য সরকারের শিক্ষাশ্রী প্রকল্পের আওতায় থাকতে হলে ছাত্রছাত্রীর পরিবারের আয় বছরে ২.৫ লক্ষ টাকা অথবা তার কম হতে হবে।
  • প্রকল্পের আবেদনকারীদের অবশ্যই SC & ST Category র হতে হবে।
  • একমাত্র সরকার-অনুমোদিত স্কুলের ছাত্রছাত্রীরাই এই প্রকল্পের অধীনে থাকতে পারবেন।
  • টাকা পাওয়ার জন্য শিক্ষার্থীর নিজস্ব Bank Account থাকতে হবে।
  • রাজ্য সরকারের প্রকল্পের আওতায় থাকতে হলে অবশ্যই তাঁকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।

Comments are closed.