নতুন সাজে সেজে উঠতে চলেছে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম। বুধবার থেকে শুরু হয়েছে স্টেডিয়াম মেরামতির কাজ শুরু হয়েছে। জানা গিয়েছে, গ্যালারি ভাঙার কাজ শুরু করেছে শিলিগুড়ি পুরনিগম। খুব শীঘ্র নতুনভাবে সাজিয়ে তোলা হবে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামকে। কয়েকদিন আগেই স্টেডিয়াম পরিদর্শন করেছিলেন মেয়র গৌতম দেব। বহুদিন ধরেই এই স্টেডিয়াম মেরামতির দাবি করছিলেন ক্রীড়া ব্যক্তিত্বরা। এবার সেই দাবি মেনে নিয়ে স্টেডিয়াম মেরামতির কাজ শুরু করা হল।
কয়েকমাস আগেই স্টেডিয়াম পরিচালনার দায়িত্ব দেওয়া হয় শিলিগুড়ি পুরনিগমকে। শিলিগুড়ি পুরনিগম সূত্রে জানা গিয়েছে, স্টেডিয়ামের হল রুম, ড্রেসিং রুম, গ্যালারি ও মিউজিয়াম সব জায়গার অবস্থা খারাপ। এই অবস্থায় জেলাস্তর ছাড়া অন্যান্য কোনও খেলার আয়োজন করা যায়না এই স্টেডিয়ামে। আগে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট হয়েছে স্টেডিয়ামে। কিন্তু এখন স্টেডিয়ামের মধ্যে অনেক জায়গার চাঙর ভেঙে পড়েছে।
এই বিষয়ে মেয়র গৌতম দেব জানান, খেলোয়াড়দের জন্য নতুন ড্রেসিং রুম তৈরি করা হবে। পুরো স্টেডিয়াম এলইডি লাইট দিয়ে সাজিয়ে তোলা হবে। পুরোপুরি আধুনিকভাবে সাজিয়ে তোলা হবে স্টেডিয়ামকে। এরজন্য খরচ হবে কয়েক লক্ষ টাকা বলে জানানো হয়েছে। পাশাপাশি শহরের মধ্যেই অন্য জায়গায় ক্রিকেটের জন্য স্টেডিয়াম গড়ে তোলা হবে বলে জানিয়েছেন গৌতম দেব।
Comments are closed.