করোনাকে কাবু করতে যখন দুনিয়া জুড়ে নানান গবেষণা চলছে। ভ্যাকসিন, মাস্ক ব্যবহার করেও করোনার হাত থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে হলদিয়ার এক ‘বাবা’র দাবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। ১৫ হাজার টাকা দিয়ে একটি মাদুলি পরলেই নাকি উধাও হবে করোনা! সম্প্রতি পূর্ব মেদিনীপুরের হলদিয়ার পার্শ্ববর্তী সুতাহাটার রামচন্দ্রপুরের বাসিন্দা সৈয়দ আব্দুল কাদের নামে এক জনৈক ব্যক্তি এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন। এই মর্মে পোস্টার ছাপিয়েও প্রচার শুরু করে ছিলেন তিনি।
সৈয়দ আব্দুল কাদেরের যুক্তি, করোনা কোনও ভাইরাস জনিত রোগই নয়। এটা নাকি আল্লাহর গজব। তাঁর আরও দাবি, পার্শ্ববর্তী জেলার বহু মানুষ তাঁর এই মাদুলি পরে এখন সুস্থ আছেন। করোনা তাঁদের ছুঁতেও পারেনি।
খবর প্রকাশ্যে আসার পরেই নড়েচড়ে বসে পূর্ব মেদিনীপুরের প্রশাসন। চিকিৎসকরাও এই ধরনের বুজরকির তীব্র প্রতিবাদ জানিয়েছেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, ‘মাদুলি বাবা’র খোঁজ করছে পুলিশ। সুতাহাটা থানার পুলিশ বাড়িতে ধাওয়া করেও সন্ধান পায়নি ‘মাদুলি বাবা’র।
Comments are closed.