প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ট্রেনে বিশেষ ছাড় বন্ধ রাখছে ভারতীয় রেল

প্রবীণ নাগরিকদের জন্য বন্ধই থাকছে রেল যাত্রার ক্ষেত্রে ছাড়। লোকসভায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, রেল যাত্রায় আপাতত প্রবীন নাগরিকদের ছাড় দেওয়া বন্ধই থাকবে। কিন্তু বিশেষভাবে সক্ষম, পড়ুয়া এবং রোগীরা ট্রেন যাত্রায় ছাড় পাবেন।

কোভিডের পর থেকে রেল যাত্রায় প্রবীণ নাগরিকদের জন্য রেলে ছাড় বন্ধ রেখেছে কেন্দ্র। লকডাউনের সময় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। এরপর ট্রেন চলাচল শুরু হলেও প্রবীণদের ক্ষেত্রে বিশেষ ছাড় বন্ধ রাখে মোদী সরকার। কোভিড সংক্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। কিন্তু প্রবীণদের জন্য টিকিটে ছাড় বন্ধই রাখছে রেল। তবে শুধুমাত্র বিশেষভাবে সক্ষম, ১১ ধরনের বিশেষ রোগে আক্রান্ত রোগী ও পড়ুয়াদের জন্য ছাড় বহাল থাকছে। করোনার ফলে ট্রেনে যাত্রী সংখ্যা কমেছে। রেলের অর্থনৈতিক অবস্থার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত ভারতীয় রেলের।

Comments are closed.