রেলের টিকিটে ছাড় পাচ্ছেন না প্রবীণ নাগরিকরা! আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

করোনার আগে রেলের টিকিটে প্রবীণ নাগরিকরা যে ছাড় পেতেন। তা ফিরিয়ে আনার আবেদন জানিয়ে সম্প্রতি সুপ্রিম কোর্টে একটি মামলা হলে, সুপ্রিম কোর্ট তা ফিরিয়ে দেয়। যার ফলে মনে করা হচ্ছে প্রবীণ নাগরিকরা হয়তো আর সেই ছাড় এই মুহূর্তে পাচ্ছেন না।

মামলাকারী এমকে বালাকৃষ্ণণ মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের বিচারপতি এসকে সওল এবং বিচারপতি আহসানুদ্দিন আমানুল্লার ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, প্রবীণ নাগরিকদের রেলের টিকিটে ছাড় নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার নেবে কেন্দ্র।

কোভিডের আগে ৬০ বছরের উর্ধ্বে বয়স্ক পুরুষরা টিকিটের মোট দামের ওপর ৪০% ছাড় পেতেন। অন্যদিকে ৫৮ বছর বা তার ঊর্ধ্বের মহিলারা টিকিটের দামের ওপর ৫০% ছাড় পেতেন। তবে ২০২০ সালে করোনাকালে সেই ছাড় তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। তার পর বহুবার সেই ছাড় ফেরানো নিয়ে আলোচনা শুরু হলেও এখনও কোভিডের সময়ের নির্দেশই বহাল রয়েছে।

Comments are closed.