চলতি মাসের মাঝামাঝি সময় দীঘা যাওয়ার জন্য রাতে বিশেষ ট্রেনের আয়োজন করেছিল দক্ষিণ-পূর্ব রেলওয়ে। ফের একবার রাতের বিশেষ ট্রেনে চেপে দীঘা যেতে পারবেন পর্যটকরা। দক্ষিণ-পূর্ব রেলের তরফে তেমনটাই জানা গিয়েছে।
ভ্রমণপ্রিয় বাঙালির সপ্তাহান্তের দু, একদিনের ছুটি মানেই দীঘা। বর্তমানে দীঘার পর্যটনকে তুলে ধরতে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে পর্যটন দফতর। যার জেরে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে বাঙালির এই প্রিয় ভ্রমণ স্থল। যত দিন যাচ্ছে দীঘায় পর্যটকের সংখ্যা বেড়েই যাচ্ছে। দীঘা যাওয়ার জন্য সকালে বেশ কিছু ট্রেন থাকলেও ছুটির দিনে সেই ট্রেনে জায়গা পাওয়া কার্যত অসম্ভব। এদিকে রাতের ট্রেন হলে সুবিধাও হয়। এসব কারণেই পর্যটকদের চাপ সামলাতে চলতি মাসেই একবার দীঘা যাওয়ার জন্য রাতে বিশেষ ট্রেন চালু করেছিল দক্ষিণ-পূর্ব রেল। ফের একবার সেই পরিষেবা শুরু হতে চলেছে।
চলতি মাসের ২৬ তারিখ ফের একবার দীঘা যাওয়ার জন্য রাতে ট্রেন মিলবে। তবে এই ট্রেন কিন্তু হাওড়ার বদলে সাঁতরাগাছি থেকে ছাড়বে। রাত ১১.৪৫ মিনিটে ট্রেনটি ছাড়বে। ট্রেনটি পরের দিন অর্থাৎ ২৭ তারিখ ভোর সাড়ে তিনটে নাগাদ দীঘা স্টেশনে ঢুকবে। আবার ২৭ তারিখ সকাল ৮ টা নাগাদ ট্রেনটি দীঘা থেকে রওনা দেবে। বেলা ১২টা ১০ মিনিটে সাঁতরাগাছিতে পৌঁছাবে।
Comments are closed.