সিনেমা প্রেমীদের জন্য সুখবর। মাত্র ৯৯ টাকা দিয়ে টিকিট কেটেই এবার মাল্টিপ্লেক্সে বসে ছবি দেখা যাবে। তেমনই একটি সুযোগ এসেছে। যদিও সারা বছরের জন্য এই বিশেষ ছাড় থাকছে না। জানা গিয়েছে, আগামী ১৩ অক্টোবর দেশজুড়ে পালিত হতে চলেছে ‘জাতীয় চলচ্চিত্র দিবস ২০২৩’ । এই দিনটিকে উদযাপন করতেই এক অভিনব পদক্ষেপ নিল ‘মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া’। সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে, আগামী ১৩ তারিখ দেশজুড়ে সিনেপ্রেমীরা মাল্টিপ্লেক্সে মাত্র ৯৯ টাকায় সিনেমা দেখতে পারবেন দর্শকরা।
‘মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া’র তরফে জানানো হয়েছে, সারা দেশের সমস্ত মাল্টিপ্লেক্সের মধ্যে প্রায় ৪ হাজারেরও বেশি স্ক্রিন এই উৎসবে অংশ নেওয়ার জন্য একত্রিত হয়েছে। তাদের মধ্যে রয়েছে পিভিআর, আইনক্স, সিনেপলিস, মিরাজ, ডিলাইট এর মতো সংস্থাগুলো। হলে গিয়ে টিকিট কাটার পাশাপাশি অনলাইনেও কেনা যাবে ছবির টিকিট বলে জানান হয়েছে।
Comments are closed.