বড় দিন এবং ইংরেজি নববর্ষ মিলিয়ে এবারে প্রায় এক সপ্তাহ ছুটি রয়েছে। তাই অনেকেই ছুটির দিনগুলো কোথাও বেড়াতে যেতে চাইছেন। যে কারণে উত্তরবঙ্গগামী বা পুরীগামী ট্রেনগুলোতে টিকিট পাওয়া কার্যত অসম্ভব হয়ে পড়েছে। এই অবস্থায় যাত্রীদের ভিড় সামলাতে উত্তরবঙ্গে যাওয়ার বিশেষ ট্রেনের ঘোষণা করল রেল।
রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ- নিউ জলপাইগুড়ি শিয়ালদহ স্পেশাল ট্রেনের পরিষেবা বৃদ্ধি করা হয়েছে। ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত এই স্পেশাল ট্রেনটি চালানো হবে বলে জানান হয়েছে। কারণ এই মুহূর্তে অগুনতি পর্যটক উত্তরবঙ্গ বেড়াতে যাচ্ছেন।
পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ০৩১০৩/০৩১০৪ শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি-শিয়ালদহ স্পেশাল ট্রেনটি সাপ্তাহিক ট্রেন । ০৩১০৩ শিয়ালদহ-নিউ জলপাইগুড়ি স্পেশাল ০২ ডিসেম্বর ২০২৩ থেকে ৩০ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত প্রতি শনিবার শিয়ালদহ থেকে ছাড়বে। এবং ওই ট্রেনটি ফের রবিবার নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদহের উদ্দেশ্যে ছাড়বে।
Comments are closed.