ট্যুইটারের মতোই এবার ফেসবুকের কর্ণধার সংস্থাও কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে পারে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে তেমনটাই দাবি করা হয়েছে। জানা যাচ্ছে, আগামী সপ্তাহ থেকেই গণ ছাঁটাই অভিযান চালাতে পারে জুকার বার্গের সংস্থা। চাকরি খোয়াতে পারেন কয়েক হাজার কর্মী। যা নিয়ে স্বাভাবিকভাবেই কর্মীদের মধ্যে আশঙ্কার মেঘ তৈরি হয়েছে।
যদিও মেটা বা ফেসবুকের তরফে ছাঁটাই নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। তবে সংস্থা সূত্রে খবর, চলতি আর্থিক বর্ষে প্রায় হাফ ট্রিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েছে মেটা। আর এই আর্থিক মন্দা কাটিয়ে উঠতেই কর্মী ছাঁটাইয়ের পথ বেছে নিয়েছেন মার্ক জাকারবার্গ।
বিশ্বজুড়ে আর্থিক মন্দা, তারপর টিকটক সহ একধিক এপের সঙ্গে প্রতিযোগিতায় এঁটে উঠতে ব্যাপক টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে মেটা। মেটাভার্স চালুর পর প্রযুক্তিতেও আমূল পরিবর্তন আনা হচ্ছে। যার জেরে আগামী বুধবার থেকে কর্মী ছাঁটাই শুরু হতে পারে বলে খবর।
প্রসঙ্গত, ট্যুইটার অধিগ্রহনের পরই গণ ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিলেন এলন মাস্ক। মালিকানা পেয়েই পরাগ আগরওয়াল সহ ট্যুইটারের একগুচ্ছ উচ্চ পদস্থ কর্মীদের ছেঁটে ফেলেছেন মাস্ক। এর মধ্যে আবার অনেককে ভুল করে বরখাস্ত করা হয়েছে বলে ফের কাজে যোগ দিতে বলছে ট্যুইটার। যা নিয়ে এখনও সরগরম নেট পাড়া। এর মধ্যেই মেটার খবর নিয়েও নানান জল্পনা শুরু হয়েছে।
Comments are closed.