অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের কপালে হয়তো সংসার সুখ লেখা নেই। একাধিকবার বিয়ের পিঁড়িতে বসেও সম্পর্কের টানাপোড়েনের জন্য ভেঙে যায় বিয়ে। তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসেও সম্পর্ক ভাঙনের দরিয়ায় পড়েছেন অভিনেত্রী। তবে অভিনেত্রীর মনোবল এতটাও ঠুনকো নয়। ব্যক্তিগত এবং পেশাগত জীবন দুটি সামলে নিয়েছেন তিনি। জীবনের এই দুঃসময়ে তাঁর পাশে ছিল কেবল একজনই। তাঁর সঙ্গেই সেলফি তুলে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করলেন শ্রাবন্তী।
শ্রাবন্তীর তৃতীয় বিয়ে ভাঙ্গনের খবর শোনা যাচ্ছিল পুজোর পর থেকেই। তাঁর তৃতীয় স্বামী রোশন মিডিয়ার কাছে স্বীকার করেছেন, দুর্গা পুজোর আগে থেকেই আলাদা আলাদা থাকছেন তাঁরা। প্রথমে একথা স্বীকার না করলেও পরে অবশ্য মেনে নেন শ্রাবন্তীও। তারপরে দুজনের মধ্যে সোশ্যাল মিডিয়ায় রীতিমত চলে ঠান্ডা লড়াই। আর তাঁর জীবনে নিন্দুকের অভাব নেই। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় নেটবাসীদের রয়েছে নানান মন্তব্য। তবু নিজেকে সামলে নিয়েছেন অভিনেত্রী। জীবনের এই কঠিন সময়ে পাশে পেয়েছিলেন একজনকেই।
View this post on Instagram
সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন অভিনেত্রী। সেই ছবির মাধ্যমেই জানান, তাঁর সেই কাছের একজন ব্যক্তি কে? তৃতীয়বার বিয়ে ভেঙে যাওয়ার পরও নিজে ভেঙে পড়েননি আর তার পিছনে কারণটা ছিল তাঁর পুত্র অভিমুন্য চট্টোপাধ্যায়। জীবনের নানা পদের সব সময় ছেলেকে পাশে পেয়েছেন তিনি। সম্প্রতি দুজনে মিলে একটি সেলফি তুলে শেয়ার করেন ইনস্টাগ্রামে। শপিং করতে গিয়েছিলেন দুজনে। কাল পোশাকও সানগ্লাসে সেলফি তুলে শেয়ার করে নেন ভক্তদের সঙ্গে। মুহূর্তের মধ্যেই নেটিজেনদের নজর কাড়ে তাঁদের এই ছবি।