জল্পনা ছিলই। এবার তাতেই সিলমোহর পড়ল। পুজো কমিটিগুলোর জন্যও অনুদানের পরিমাণ বাড়াল রাজ্য সরকার। গত বছর পুজো কমিটিগুলোকে রাজ্যের তরফে ৬০ হাজার টাকা করে দেওয়া হয়েছিল। এবারে তা বাড়িয়ে ৭০ হাজার করা হল। মঙ্গলবার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলোর সঙ্গে সমন্বয় বৈঠক থেকে অনুদান বাড়ানোর কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
অনুদান বৃদ্ধির পাশাপাশি, অন্যান্য ক্ষেত্রেও পুজোকমিটিগুলোকে রাজ্য সরকার যে ছাড় দেয়, তাতেও কোন পরিবর্তন হচ্ছে না বলেই এদিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এই দূর্গা পুজোর মাধ্যমে রাজ্যের বিপুল আর্থিক লাভ হয়, এদিন সে কথাও বলেন মুখ্যমন্ত্রী। ব্রিটিশ কাউন্সিলের একটি রিপোর্টের কথা উল্লেখ করে মমতা ব্যানার্জি জানান, দূর্গা পুজো থেকে গত বছর ৩২ হাজার কোটি টাকা রোজগার হয়েছে। আর্থিকভাবে সমৃদ্ধশালী হয়েছে অসংখ্য মানুষ।
Comments are closed.