কালীপুজোর রাতে নিষিদ্ধ শব্দবাজি ঠেকাতে কড়া পদক্ষেপ পুলিশের। বৃহস্পতিবার সন্ধে পর্যন্ত কলকাতা পুলিশ নিষিদ্ধ বাজি ফাটানোর এবং রাস্তায় অভব্য আচরণের অভিযোগে ৩৩ জনকে গ্রেফতার করেছে।
কালীপুজো এবং দীপাবলিতে শহরজুড়ে বাড়তি নজরদারি চালায় কলকাতা পুলিশ। বাজির কারণে হাসপাতালে রোগীদের যাতে কোনও সমস্যা না হয়, তা নিশ্চিত করতে হাসপাতাল চত্বরে বাড়তি টহলদারিও করা হয়। নজরদারি থাকে বিভিন্ন আবাসনগুলিতেও।
এই বছরেও কালীপুজোর আগে থেকেই কলকাতার আনাচে-কানাচে পুলিশি নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে। গত ২১ অক্টোবর থেকে ২৯ অক্টোবরের মধ্যে কলকাতা পুলিশ এলাকা থেকে নিষিদ্ধ বাজি-যোগে ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছিল। বাজেয়াপ্ত করা হয় প্রায় চার হাজার কিলো নিষিদ্ধ বাজি।
গত মঙ্গলবার ময়দানে বাজি বাজার পরিদর্শনে গিয়েছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। সে দিন তিনি জানিয়েছিলেন, কালীপুজো ও দীপাবলিতে নিষিদ্ধ বাজির তাণ্ডব বন্ধ করতে পুলিশি পদক্ষেপের কথা। শহরের বিভিন্ন বহুতলের দিকেও পুলিশের নজরের কথা জানিয়েছিলেন তিনি। সতর্ক করে দিয়েছিলেন, কেউ বিধি ভাঙলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের বক্তব্য, বৃস্পতিবার সন্ধে থেকে শুক্রবার সকাল পর্যন্ত কিছু সতর্কতামূলক গ্রেফতার করা হলেও অপ্রীতিকর কোনও ঘটনা ঘটেনি শহর বা রাজ্যে।
Comments are closed.