আবাসের টাকা পাঠাতে জোর প্রস্তুতি রাজ্যের, ট্যাবের মতো দুর্নীতি ঠেকাতে কড়া ব্যবস্থা নবান্নর

ট্যাবের টাকা নিয়ে দুর্নীতির থেকে শিক্ষা নিয়ে আবাসের টাকা বিলির আগে ‘সুরক্ষা বলয়’ তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। আবাসের লিস্ট নিয়ে বিভিন্ন জেলায় ক্ষোভ-বিক্ষোভ মাথাচাড়া দিয়েছে। শেষ মুহূর্তে ঘোষিত তালিকায় কেউ যেন কোনও কারচুপি করতে না পারে, সে কথা মাথায় রেখে আলাদা পোর্টাল চালু থেকে শুরু করে একাধিক পদক্ষেপ করেছে পঞ্চায়েত ও গ্রামান্নোয়ন দপ্তর। ওই পোর্টাল থেকেই উপভোক্তাদের নথিভুক্ত মোবাইলে সরাসরি এসএমএস’এ খবর পাঠাবে দপ্তর।

এব্যাপারে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিয়োর (এসওপি) তৈরি করে পাঠানো হয়েছে জেলাগুলিতে। পাশাপাশি, সাইবার প্রতারণার কথা মাথায় রেখে আবাসের টাকা বিলির আগে উপভোক্তাদের আধার কার্ডের মাধ্যমে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেট করার সিদ্ধান্ত নিয়েছে ডিপার্টমেন্ট। আবাসের চূড়ান্ত তালিকা তৈরি হবে ১৩ ডিসেম্বরের মধ্যে। তারপরই পোর্টালে উপভোক্তাদের ফাইনাল লিস্ট প্রকাশ করবে দপ্তর। নির্বাচিতদের কাছে পাঠানো হবে এসএমএস। এই পোর্টালে লগ–ইন করতে পারবেন শুধুমাত্র রাজ্যস্তরের আধিকারিক, জেলাশাসক এবং বিডিওরা।

স্থানীয় গ্রাম পঞ্চায়েত আধিকারিকদের সঙ্গে কথা বলে নিজেদের এলাকায় উপভোক্তাদের ভ্যালিডেশনের জন্য দ্রুত শিবিরের দিনক্ষণ স্থির করবেন বিডিও–রা। এসএমএস–এর মাধ্যমে সে সংক্রান্ত তথ্যও জানানো হবে উপভোক্তাদের। ওই শিবিরে গ্রাম পঞ্চায়েত আধিকারিকদের পোর্টাল খুলে দেবেন বিডিও।

এই পদক্ষেপগুলির পরেই উপভোক্তা চূড়ান্ত তালিকায় ঠাঁই পাবেন। অর্থাৎ, পোর্টালের অ্যাডমিনদের ড্যাশবোর্ডে উঠে যাবে উপভোক্তার নাম ও প্রকল্পের আর্থিক সুবিধা সংক্রান্ত ইনফর্মেশন। ২০ ডিসেম্বর ধেকেই ধাপে ধাপে আবাসের প্রথম কিস্তির টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাবে রাজ্য সরকার।

Comments are closed.