প্রতি বছর শীতের শুরুতে বেড়ে যায় আলুর দাম। তা নিয়ন্ত্রণ করতে এবার আগাম উদ্যোগ নিল সরকার।
কৃষি বিপণন দপ্তর এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল, সরকারি উদ্যোগে চাষিদের কাছ থেকে জ্যোতি আলু কেনার প্রক্রিয়া শুরু হবে ১ মার্চ। চলবে ৩১ মার্চ পর্যন্ত। কেনা হবে মোট ১১ লক্ষ টন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়ের ঘোষণার পরই এই পদক্ষেপ করল রাজ্য সরকার। একজন চাষির কাছ থেকে সর্বোচ্চ ৩৫ কুইন্টাল (৭০ বস্তা) আলু কেনা হবে। প্রতি কুইন্টাল আলুর দাম দেওয়া হবে ৯০০ টাকা।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট ১২টি জেলায় আলু কিনবে সরকার। এই জেলাগুলি হল—পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর। এবার রাজ্যে ১ কোটি ৪০ লক্ষ টন আলু উৎপাদন হবে বলে রাজ্য সরকার মনে করছে। বাম্পার ফলন হলেও, সরকার আশা করছে, এবার অভাবী বিক্রি রুখে দেওয়া যাবে, কারণ চাষিরা কেজি প্রতি ৯ টাকা দাম পাবেন।
হিমঘর কর্তৃপক্ষের মাধ্যমে চাষিদের কাছ থেকে আলু কিনবে সরকার। কোন চাষিদের কাছ থেকে আলু কেনা হবে, বিডিওদের তত্ত্বাবধানে হিমঘর ভিত্তিক তার তালিকা তৈরি করা হবে। সরকারের কাছে আলু বিক্রয়ে ইচ্ছুক চাষিকে এজন্য আবেদন করতে হবে স্থানীয় বিডিওর কাছে।
Comments are closed.