স্টুডেন্ট ক্রেডিট কার্ডে নিয়ে কড়া নবান্ন, ঋণ দিতে না চাইলেই ব্যাঙ্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবে নবান্ন
স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে কড়া মনোভাব নবান্নের। অভিযোগ আসছিল, বেশকিছু বেসরকারি ব্যাঙ্ক স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোন দিতে চাইছে না। তাই এবার সব জেলাশাসদের সেইসব ব্যাঙ্কের তালিকা তৈরী করার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব হরেকৃষ্ণ ত্রিবেদী।
নবান্ন সূত্রের খবর, এবার স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কিষাণ ক্রেডিট কার্ড ও স্বনির্ভর গোষ্টীর ঋণ না দিলে কড়া ব্যবস্থা নেবে রাজ্য সরকার। নবান্ন সূত্রের খবর ঋণ নিতে গিয়ে গ্রাহকদের হয়রানির শিকার হতে হচ্ছে। তাই এমন কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব হরেকৃষ্ণ ত্রিবেদী। প্রয়োজনে সেইসব ব্যাঙ্কের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করবে নবান্ন।
Comments are closed.