মৃত্যুদণ্ড কার্যকর করতে বিষ ইঞ্জেকশন বা ফায়ারিং স্কোয়াডের থেকে ফাঁসি অনেক বেশি কার্যকর ও নিরাপদ, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র।
সর্বোচ্চ শাস্তি হিসাবে ফাঁসি অনেক বেশি নিরাপদ ও কার্যকরী বলে মন্তব্য করল সুপ্রিম কোর্ট। বিষ ইঞ্জেকশন বা ফায়ারিং স্কোয়াডের থেকেও মৃত্যুদন্ড কার্যকর করার ক্ষেত্রে ফাঁসি অনেক নিরাপদ বলে মঙ্গলবার দেশের শীর্ষ আদালতকে জানাল কেন্দ্র। জনৈক আইনজীবী ঋষি মালহোত্রা সুপ্রিম কোর্টের কাছে ফাঁসির বদলে কম যন্ত্রণাদায়ক মৃত্যুর জন্য আবেদন করেছিলেন। একটি জনস্বার্থ মামলায় সংবিধানের ২১ নং ধারার উল্লেখ করে আবেদন করেছিলেন, কম যন্ত্রণাদায়ক, মর্যাদাপূর্ণ মৃত্যু মৌলিক অধিকারের মধ্যে পড়ে। তাই ফাঁসির কোনও বিকল্প মৃত্যুদণ্ডের পদ্ধতির কথা ভাবনাচিন্তা করা হোক। সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, কেন্দ্র সুপ্রিম কোর্টে পালটা আবেদন জানিয়ে বলে, মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত ব্যক্তির সাজা কার্যকর করার জন্য ফাঁসিই সব থেকে সহজ ও সবথকে কম যন্ত্রণাদায়ক।