ফের শুভেন্দু অধিকারীর সমর্থনে ফেসবুক পোস্ট বিজেপি নেতা তথাগত রায়ের। বৃহস্পতিবার একটি জনসভায় গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, যা পরিস্থিতি তাতে পশ্চিমবঙ্গে NRC টা দরকার। এখানেই না থেমে নন্দীগ্রামের বিধায়ক দাবি করেন, যোগী আদিত্যনাথ, হেমন্ত বিশ্বশর্মা যা করছেন বাংলাতে সেটা দরকার। নইলে পশ্চিমবঙ্গ দ্বিতীয় বাংলা দেশ হয়ে যাবে।
শুক্রবার বিরোধী দলনেতার এই বক্তব্যকে সমর্থন জানিয়ে তথাগত রায় লেখেন, পশ্চিমবঙ্গে এনআরসি এবং সিএএ চালুর পক্ষে সওয়াল করলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর বক্তব্যকে তিনি ‘একশো বার’ সমর্থন জানাচ্ছেন বলে ফেবসুকে লেখেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।
তৃণমূল থেকে আসা নেতাদের রাজ্য বিজেপির গুরুত্ব দেওয়াকে ভালো চোখে দেখেননি তথাগত রায়। তিনি এ নিয়ে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন। বিধানসভা ভোটে ভরাডুবির পর রাজ্য সভাপতি সহ বিজেপির একাধিক নেতাকে এই ইস্যুতে তুলধনা করেছেন তিনি। তবে ভোটের ফল প্রকাশের পরেই শুভেন্দুকে নিয়ে সুর নরম করেছেন বর্ষীয়ান বিজেপি নেতা। একাধিক সাক্ষাৎকরে তিনি বলেছেন, শুভেন্দু অধিকারী বিজেপির জন্য যেভাবে লড়াই করেছেন তাতে বিরোধী দলনেতাকে নিয়ে তাঁর আর কোনও অভিযোগ নেই। এদিনও ফের একবার শুভেন্দুর পাশে দাঁড়ালেন তথাগত রায়।
যদিও বিরোধী দলনেতার এই মন্তব্যের জন্য তাঁকে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, বিজেপিতে শুভেন্দু নতুন। ওঁর বর্ষপূর্তিও হয়নি। নিজেকে বেশি বিজেপি প্রমাণ করতে এই সব কথা বলছেন।
Comments are closed.