রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে, যোগীর স্টাইলেই রাজ্য পরিচালিত হবে, শনিবার নন্দীগ্রামের জনসংযোগ কর্মসূচিতে গিয়ে ঘোষণা শুভেন্দুর। এদিন নন্দীগ্রামের দাউদপুর এবং মহম্মদপুর অঞ্চলে ভোট প্রচারে পথসভা করেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।
বক্তব্যের শুরু থেকেই তৃণমূলকে তীব্র ভাষায় আক্রমণ করেন শুভেন্দু। ফের আরেকবার তাঁর ভাষণে উঠে আসে, পাকিস্তান প্রসঙ্গ। মমতা ব্যানার্জিকে কটাক্ষ করে বলেন, তৃণমূল যখন বিজেপির জোটসঙ্গী ছিল, তখন পাকিস্তানিদের এত উৎপাত ছিল না।
সেই সঙ্গে শুভেন্দুর হুঁশিয়ারি, যোগী যেভাবে উত্তরপ্রদেশে কঠিন হাতে রাস সামলেছেন, বিজেপি ক্ষমতায় এলেও এখানে তাই হবে। তৃণমূলের বিরুদ্ধে তোষণের অভিযোগ তুলে শুভেন্দু ফের দাবি করেন, মমতা ব্যানার্জি ভোটে দাঁড়িয়েছেন ৩০ % ভরসায়।
নন্দীগ্রামে মমতার আহত হওয়ার ঘটনা নিয়েও তৃণমূল নেত্রীকে তিনি কটাক্ষ করেন। বলেন, মাননীয়া দাবি করছেন নন্দীগ্রামে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করেছেন, অথচ পায়ে চোট পাওয়ার পর কলকাতা ছুটলেন চিকিৎসা করতে। শুভেন্দুর অভিযোগ সুপার স্পেশালিটি হাসপাতাল করলে কী হবে? সেই হাসপাতালে ডাক্তার নেই।
এদিন রাজ্যে প্রথম দফার ভোট ছিল। প্রাক্তন তৃণমূল নেতা বলেন, আজ সব ভোট ভালো হয়েছে, কোনো সমস্যা নেই। সব ভোট পদ্মফুলে পড়েছে। উপস্থিত জনতার উদ্দেশ্যে শুভেন্দুর ঘোষণা, নন্দীগ্রামে তৃণমূল জিতলে, মমতা নয় বরং সব ক্ষমতা সুফিয়ানদের হাতে চলে যাবে। আগামী পাঁচ বছর মাথা নিচু করে কাটাতে হবে নন্দীগ্রামবাসীকে।
নন্দীগ্রাম আন্দোলনে মমতার ডান হাত শুভেন্দু অধিকারীর দাবি, ২ তারিখ নন্দীগ্রামে ‘জয় শ্রীরাম’ জিতবে। শুভেন্দুর জেতা মানে নন্দীগ্রামের জেতা।
Comments are closed.