লাগাতার মামলার জেরে দু’বছর ধরে নিয়োগ আটকে রয়েছে, ২০২৩ সালের পরীক্ষার ফলও প্রকাশিত হয়নি। তাই এই বছর টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টেট নিচ্ছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। সোমবার পর্ষদ জানিয়েছে, এ’বছর পরীক্ষা নেওয়া হচ্ছে না।
আইনি জট থাকার কারণে এই সিদ্ধান্ত। সূত্রের খবর, আগামী বছর প্রথম ছ’মাসের মধ্যে টেট নেওয়ার চেষ্টা করছে পর্ষদ। ২০২২ সালের টেট-এর ফল প্রকাশিত হলেও মামলার জন্য নিয়োগ শুরু করা যায়নি। ২০২৩ সালের টেট-এর ফল প্রকাশের জন্য চলতি বছরে একাধিক দিন ধার্য করা হয়েছিল।
প্রশ্নপত্র আপলোড, আদর্শ উত্তরপঞ্জী আপলোড থেকে প্রার্থীদের মতামত নেওয়া হয়েছে। কিন্তু ফল প্রকাশ করেনি পর্ষদ। জানা গিয়েছে, আগের পরীক্ষা সংক্রান্ত মামলাগুলি মেটার আগে ফলপ্রকাশ না করাই পর্ষদের নীতিগত সিদ্ধান্ত। এখন বছর শেষ হতে চলেছে। সাধারণত ডিসেম্বরে টেট নেওয়া হয়। কিন্তু পরীক্ষা নিতে গেলে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করে অন্যান্য প্রস্তুতিও সেরে ফেলতে হতো। অবশেষে পর্ষদ অবস্থান স্পষ্ট করল।
Comments are closed.