করোনা পরবর্তী পরিস্থিতিতে চাকরি প্রার্থীদের জন্য সুখবর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, রাজ্যে ১৬ হাজার ৫০০ শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের প্রক্রিয়া শুরু হয়ে যাবে ডিসেম্বর থেকেই।
মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, মোট ২০ হাজার ছেলেমেয়ে টেট পরীক্ষায় পাস করেছেন। রাজ্যে শূন্যপদের সংখ্যা ১৬,৫০০। করোনা একটু কমলেই নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেওয়ার নির্দেশ দেন মমতা। বলেন, ডিসেম্বর-জানুয়ারির মধ্যেই ইন্টারভিউ পর্ব শুরু হয়ে যাবে। এই দফায় যে সমস্ত সফল প্রার্থী চাকরি পাবেন না, তাঁদের পরবর্তীতে ফেজ বাই ফেজ নিয়োগপত্র দেবে সরকার। পাশাপাশি রাজ্যের আড়াই লক্ষ টেট পরীক্ষা দিতে ইচ্ছুক পড়ুয়াদের অফলাইনে পরীক্ষা নিতে প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দেন মমতা ব্যানার্জি।
শিক্ষা দফতরে শূন্যপদে নিয়োগ এবং একাধিক দাবিদাওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই আন্দোলন করছে একাধিক শিক্ষক সংগঠন। সরকাড়ের বিরুদ্ধে ক্ষোভও তৈরি হচ্ছিল শিক্ষা মহলে। তা প্রশমনে নিজেই উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী এদিন আরও জানান, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ২০২১ শিক্ষা বর্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা নেওয়া হবে না। সমস্ত পড়ুয়াই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবেন।
Comments are closed.