২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত বর্ধিত বেতনের দাবিতে বিভিন্ন শিক্ষক সংগঠন মঙ্গলবার কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে কর্মবিরতির ডাক দিয়েছে। কয়েকটি সংগঠন শুধু মঙ্গলবার কাজ বন্ধ রাখতে চায়। আবার কিছু সংগঠন ৪৮ ঘণ্টা কর্মবিরতি ডেকেছে। তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনগুলি অবশ্য এই কর্মবিরতির বিরোধিতা করছে। কর্মবিরতির উদ্যোক্তাদের বক্তব্য, সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ২০১৬ সাল থেকে ইউজিসি নির্ধারিত হারে বেতন দেওয়ার কথা। কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, এই বেতনক্রম ২০২০ সালের জানুয়ারি মাস থেকে চালু হবে। আর ২০১৬ সাল থেকে তিন শতাংশ হারে ডিএ দেওয়া হবে। এর প্রতিবাদেই তাঁরা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন। উদ্যোক্তাদের দাবি, কলকাতা,যাদবপুর, রবীন্দ্রভারতী, বর্ধমান-সহ সমস্ত বিশ্ববিদ্যালয়েই কর্মবিরতি পালন করা হবে। পশ্চিমবঙ্গ কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (ওয়েবকুটা) কর্মবিরতির ডাক দেওয়ায় কলেজগুলিতেও মঙ্গলবার কর্মবিরতি হতে পারে বলে বিভিন্ন মহলের আশঙ্কা।
এদিকে
Comments are closed.