কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে বলে আবহাওয়া দপ্তর বুধবার জানিয়েছে।
রাজ্যের পশ্চিমাঞ্চলের কোনও কোনও জেলায় চলতি সপ্তাহে তাপপ্রবাহের কাছাকাছি পরিস্থিতি তৈরি হতে পারে বলে আবহাওয়াবিদরা মনে করছেন। তবে এদিন পর্যন্ত আবহাওয়া দপ্তর সরকারিভাবে তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেনি।
শুক্রবার পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলার কোথাও চড়া গরমের সতর্কবার্তা দেওয়া হয়েছে।
বুধবারই পশ্চিমাঞ্চলের কয়েকটি জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬-৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ছিল। সমতল এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁলেও তা স্বাভাবিকের থেকে অন্তত ৪.৫ ডিগ্রি বেশি হলে ‘তাপপ্রবাহ পরিস্থিতি’ তৈরি হয়েছে বলা হয়। চলতি মার্চ মাসেই একবার পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি হয়েছিল। এই দফায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬-৩৭ ডিগ্রি হতে পারে বলে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা জানিয়েছেন।
বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস।
Comments are closed.