চলতি সপ্তাহের শেষে তাপমাত্রা নামতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। শীতের মাঝে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছে পশ্চিমি ঝঞ্ঝা। বাধা পাচ্ছিল উত্তুরে হাওয়া। ফলে শহর থেকে জেলায় কমছিল শীতের আমেজ। তবে সেই ঝঞ্ঝা এখন কেটে যাওয়ায় শহর থেকে জেলায় ফের প্রবেশ করছে উত্তুরে হাওয়া।
ফলে সপ্তাহান্তে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে।
পুবালি বাতাস বঙ্গোপসাগর থেকে কিছুটা বেশি মাত্রায় ঢোকার জন্য গত সোমবার কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় হাল্কা বৃষ্টি হয়েছে। তবে চলতি সপ্তাহেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামবে বলে আশা করছেন আবহাওয়াবিদরা।
বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি কম। পাশাপাশি এদিন সকালে কুয়াশার আধিক্যও ছিল। মঙ্গলবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৪ ডিগ্রি কম। আজ, বুধবার কলকাতার আকাশ পরিষ্কার থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
Comments are closed.