স্বাধীনতা দিবসের আগে দিল্লিতে জঙ্গি হানার আশঙ্কা, জারি চূড়ান্ত সতর্কতা।

স্বাধীনতা দিবসে আগে দিল্লিতে জঙ্গি হানার সতর্কতা জারি করল দিল্লি পুলিশ। সংবাদসংস্থা সূত্রে খবর, ১৫ অগস্ট দিল্লিতে সন্ত্রাসবাদী হামলা চালাতে পারে জঙ্গি সংগঠন জইশ- ই- মহম্মদ। খুব সম্প্রতি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাতে গ্রেফতার হয়েছে তিন জইশ জঙ্গি  সইদ মুনের আল হুসেন কুয়ার্দি, আশিক বাবা এবং তারিক আহমেদ দার।  তাদের লাগাতার জেরা করেই এই তথ্য পান কেন্দ্রীয় গোয়েন্দারা। এই মর্মে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইতিমধ্যেই বার্তা পাঠিয়েছে দিল্লি পুলিশের কাছে। ২০১৬ সালে নাগরোটা সেনা শিবিরে হামলা চালায় জইশ জঙ্গিরা, শহিদ হন সাত ভারতীয় জওয়ান। সেই হামলার মূল চক্রী ছিল গ্রেফতার হওয়া ওই তিন জঙ্গি। সূত্রের খবর, এরপরেই পাল্টা বদলা নেওয়ার কথা ঘোষণা করে ওই জইশ-ই-মহম্মদ। দিল্লি পুলিশ সূত্রে জানা যাচ্ছে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এই সতর্কীকরণের পরেই রাজধানীর বিভিন্ন এলাকায় চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে গোটা দিল্লি। বিভিন্ন রেল ও মেট্রো স্টেশনগুলির পাশাপাশি বিমানবন্দরেও চলছে তল্লাশি। সূত্রের খবর, দিল্লি পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়ক ইতিমধ্যেই স্বাধীনতা দিবসের নিরপত্তা ইস্যুতে উচ্চপর্যায়ে বৈঠকও করেছেন।

Leave A Reply

Your email address will not be published.