রবিবার থেকে দক্ষিণ কলকাতার তালতলা মাঠে শুরু হচ্ছে বই উৎসব। উৎসব চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে উৎসবে সামিল হয়ে পারবেন সাধারণ মানুষ। ক্রেতাদের জন্য ২০ শতাংশ ছাড় থাকছে। ১৬ এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখে নতুন নতুন বইও প্রকাশিত হবে।
সম্প্রতি পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠক করা হয়। সেই বৈঠক থেকে গিল্ডের সভাপতি সুধাংশুশেখর দে, সাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চ্যাটার্জি জানান,
এই উৎসবে প্রায় ৮৪ টি স্টল থাকবে। ২৩ এপ্রিল বিশ্ব বই দিবস। ওই দিন সাধারণ মানুষের জন্য থাকছে কবিতা উৎসব। প্রতিদিনই নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বই উৎসবে।
১৬ এপ্রিল নববর্ষের দিন সন্ধে ৬.৩০ টায় বই উৎসবে উপস্থিত থাকবেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখার্জি, বাণী বসু, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, সাংসদ মালা রায়, বিধায়ক দেবাশিস কুমার সহ আরও অনেকে।
বিধায়ক দেবাশিস কুমার বলেন, প্রচুর বইপ্রেমী মানুষ আসবেন এই উৎসবে। জানা গিয়েছে, এই নববর্ষ বই উৎসবের নামকরণ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
Comments are closed.