মেট্রোর মতন এবার রাজ্য সরকারের পরিবহণ সংস্থার বাসগুলিতেও চালু হচ্ছে স্মার্ট কার্ড। এরফলে রাজ্য সরকারের অধীনে থাকা পরিবহণ সংস্থার বাসে এবার ওঠার পর টিকিট কাটার ঝামেলা হবে না।
মেট্রোর স্মার্ট কার্ডের মতন একটা কার্ড দেওয়া হবে। রাজ্যের যেকোনও সরকারি পরিবহণেই এই কার্ড ব্যবহার করা যাবে। বাস, ট্রাম ও ফেরিতে উঠলে সেই কার্ডের ব্যালান্স দিয়েই টিকিটের ভাড়া দেওয়া যাবে। রাজ্যে চালু হয়েছে ওয়ান স্টেট ওয়ান নেশন কার্ড। এর মাধ্যমেই এই সুবিধা পাবেন যাত্রীরা। এই পদ্ধতি চালু হলে লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে আর টিকিট কাটতে হবে না যাত্রীদের।
এবিষয়ে এনবিএসটিসির পক্ষ থেকে বলা হয়েছে, রাজ্য সরকারের অধীনে থাকা সব পরিবহণ সংস্থাতেই চালু হচ্ছে স্মার্ট কার্ড। এই ক্ষেত্রে চেকিং স্টাফদের যে অভাব রয়েছে, সেই জায়গাটা পূরণ হবে। এই স্মার্ট কার্ডে শুধু দীর্ঘ রুটের গাড়ি নয় কম দূরত্বের রুটের গাড়িগুলিতেও একই সুবিধা পাওয়া যাবে। রাজ্যজুড়ে পরিবহণ সংস্থায় কয়েক হাজার কর্মী কাজ করেন। এবার স্মার্ট কার্ড চালু হলে যাত্রী ও পরিবহণ সংস্থা দুপক্ষের সুবিধা হবে।
Comments are closed.