তীব্র তাপপ্রবাহ! হিটস্ট্রোক থেকে সাধারণ মানুষকে বাঁচাতে একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্যভবনের

চৈত্রের দাবদাহেই নাজেহাল বঙ্গবাসী। আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাপমাত্রার পারদ  ৪০ ডিগ্রিতে পৌঁছাবে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। এই আবহাওয়ায় হিটস্ট্রোকের সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় স্বাস্থ্যভবন থেকে জারি করা হয়েছে একগুচ্ছ নির্দেশিকা। স্বাস্থ্যভবনের তরফে হাসপাতালগুলিতে প্রয়োজনীয় ওষুধ, ওআরএস রাখার কথা বলা হয়েছে। হাসপাতালগুলিকে যথাযথ শীতাতাপ নিয়ন্ত্রিত রাখা, পর্যাপ্ত কুলিং প্যাড, ইন্ট্রাভেনাস ফ্লুইডের ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে।

 

এছাড়াও সাধারণ মানুষের জন্য একটানা রাস্তায় কাজ না করার কথা বলা হয়েছে। সারাদিনে ৩ থেকে ৪ লিটার জল খাওয়ার কথা বলা হয়েছে। ছাতা ও টুপি ব্যবহারের কথা বলা হয়েছে। সকাল ৮ টা থেকে বেলা ১০ টার মধ্যে প্রয়োজনীয় কাজ সেরে নেওয়ার কথা বলা হয়েছে। হালকা খাবার খাওয়ার পাশাপাশি বারবার ঘাড়ে, চোখে ও মুখে জল দেওয়ার কথা বলা হয়েছে।

 

কলকাতায় এখনও তাপমাত্রা ৪০ ডিগ্রি না ছুঁলেও দক্ষিণের কিছু জায়গা বিষ্ণুপুর, বাঁকুড়া, আসানসোল, বোলপুর, মুর্শিদাবাদে তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৪০ ডিগ্রিতে। ১১ এপ্রিল থেকে ১৫ এপ্রিল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। তবে মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের কোনও কোনও জায়গায় বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Comments are closed.