‘দলে থেকে কাজ করতে পারছিলাম না!’, মিম ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
প্রচলিত বাক্যকেই হাতিয়ার করে এবার তৈরি হল মিমি। যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
একুশের আসন্ন বিধানসভা নির্বাচনে বাংলার রাজনীতিতে ব্যাপক রদ বদল ঘটেছে। তার রেশ এখনও বর্তমান। ‘দলে থেকে কাজ করতে পারছে না’ বলে অভিযোগ জানিয়ে অনেকেই তৃণমূল ছেড়ে নাম লিখিয়েছে গেরুয়া শিবিরে। আর সেই প্রচলিত বাক্যকেই হাতিয়ার করে এবার তৈরি হল মিমি। যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
সাদা পাঞ্জাবি, গলায় লালা ওড়না আর ফুলের মালা, কপালে গেরুয়া টিপ, দাঁড়িয়ে আছেন Avengers এর জনপ্রিয় তারকা টনি স্টার্ক। ছবির উপরে বড় বড় করে লেখা ‘আসন্ন নির্বাচনে বিজেপিতে যোগদান দিলেন Tony Stark’। ছবির ক্যাপশনে, “বললেন Avengers এ থেকে কাজ করতে পারছিলেন না।”
সম্প্রতি প্রাক্তন তৃণমূল প্রার্থী শুভেন্দু অধিকারী, অভিনেতা রুদ্রনীল ঘোষ এবং হিরণ বিজেপিতে যোগ দেওয়ার পর তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছিলেন, দলে থেকে কাজ করতে না পারার কারণেই, দল ছেড়ে বিরোধী দলে যোগ দিতে হল। রাজ্যের হয়ে কাজ করতে চাই। সেই কাজের সুযোগ করে দেবে বিজেপি।