সামান্য নামল পারদ, আগামী কয়েক দিনের মধ্যে রাজ্যে শীতের আমেজ

টানা তিন দিন সর্বনিম্ন তাপমাত্রা ২২.৮ ডিগ্রিতে আটকে থাকার পর বুধবার ভোরে ফের পারদের পতন ঘটল কলকাতায়। এ দিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এক ডিগ্রি নেমে পৌঁছল ২১.৫ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কয়েক দিনের মধ্যে ঠান্ডার আমেজ বাড়বে রাজ্যে। 

কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পর্ব শুরু হয়েছিল এপ্রিল মাসে। ওই সময়ে টানা ২২ দিন ভয়াবহ গরমে ঝলসেছিল দক্ষিণবঙ্গের ১৫টি জেলা এবং উত্তরবঙ্গের চার জেলা। এপ্রিল এবং মে—পর পর দু’মাসে সর্বোচ্চ তাপমাত্রার বেশ কিছু রেকর্ড ভাঙচুর হয়েছে রাজ্যে।

শেষ পর্যন্ত রাজ্যের দক্ষিণ ভাগে ভোরের দিকে গা শিরশিরে অনুভূতি তৈরি হয়েছে। রাতের তাপমাত্রা দ্রুত নামতে শুরু করেছে। তবু এ বার কি কিছুটা দেরি করে শীতের অনুভূতি এল?

আবহবিদরা বলছেন, তাঁরা বলছেন, গত কয়েক বছরের প্রবণতা দেখলেই বোঝা যাবে, দক্ষিণবঙ্গের কলকাতা ও সংলগ্ন এলাকায় নভেম্বরের শুরুতে সে ভাবে ঠান্ডা পড়ে না।

২০২২ সালের নভেম্বরের শীতলতম দিনটি ছিল ১৩ তারিখ। তাপমাত্রা ছিল ২১.১ ডিগ্রি। গত বছর অর্থাৎ ২০২৩–এ নভেম্বরের ২৪ তারিখে তাপমাত্রা নেমেছিল ১৮.৬ ডিগ্রিতে। ২০১৭ র ৩০ নভেম্বর শহরের তাপমাত্রা অবশ্য নেমে গিয়েছিল ১৩.৮ ডিগ্রিতে।

Comments are closed.