বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভূয়সী প্রশংসা করলেন বাংলাদেশের বিদেশ দফতরের প্রতিমন্ত্রী মহম্মদ শাহরিয়ার আলম। সম্প্রতি বাংলায় এসেছেন বাংলাদেশের বিদেশ দফতরের প্রতিমন্ত্রী। তিনি বাংলার রাস্তাঘাট ও ট্রাফিক ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেছেন। বাংলাদেশের রাজশাহী থেকে সোনা মসজিদ-মাহদিপুর সীমান্ত চেক পোস্ট হয়ে সড়কপথে মুর্শিদাবাদে এসেছেন তিনি। রাস্তাঘাট এতটাই ভালো ছিল যে কোনও অসুবিধা হয়নি বাংলাদেশের মন্ত্রীর। অবশেষে তিনি মমতা ব্যানার্জির প্রশংসায় পঞ্চমুখ।
বাংলার ট্রাফিক ব্যবস্থায় এতটাই খুশি হয়েছেন প্রতিমন্ত্রী যে তিনি জানিয়েছেন, আমি ওদেশেও এই ট্রাফিক ব্যবস্থা চালু করার চেষ্টা করব। জানা গিয়েছে, প্রায় ২২ ঘণ্টা নিজেই গাড়ি চালিয়ে এসেছেন তিনি। নিজে গাড়ি চালাতে গিয়ে তিনি দেখেছেন, জাতীয় সড়কে ৮০ কিলোমিটারের বেশি গতিতে কেউ গাড়ি চালায়না। রাস্তায় কোনও যানজট নেই। শীঘ্রই ভারত বাংলাদেশের মধ্যে মোটর ভেহিক্যালস চুক্তি স্বাক্ষরিত করার কথা জানান বাংলাদেশের প্রতিমন্ত্রী। এরআগেও বাংলাদেশের অনেক নেতা মন্ত্রীরা তৃণমূল সরকারের প্রশংসা করেছেন।
Comments are closed.