রাজ্যে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার উদ্যোগ নিল রাজ্য সরকার।
জানা গিয়েছে, প্রায় ১ কোটি ৭ লক্ষ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ২৯০০ কোটি টাকা দিতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ‘কৃষক বন্ধু’ প্রকল্পের অধীনে আর কিছুদিনের মধ্যেই এই টাকা পাঠানো শুরু হবে।
সম্প্রতি রাজ্যের সাতটি বিধানসভা উপ নির্বাচনের ভোট গ্রহণ হয়েছে। ২৩ নভেম্বর ফল প্রকাশ। তারপর রাজ্যের কোথাও আর নির্বাচনের আদর্শ আচরণবিধি লাগু থাকবে না। সেই কারণে আর কয়েকদিনের মধ্যে ‘কৃষক বন্ধু’ প্রকল্পের টাকা ছাড়ার সিদ্ধান্ত হয়েছে। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে কৃষিদপ্তর রাজ্যের চাষিদের কাছে সমস্ত প্রকল্পের সুবিধা নির্দিষ্ট সময়ে পৌঁছে দিতে বদ্ধপরিকর। একজনও যোগ্য প্রাপক যাতে বঞ্চিত না হন, সেদিকে আমাদের লক্ষ্য থাকবে। সেই মতো পরিকল্পনা করে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
নবান্ন সূত্রে খবর, চলতি অর্থবর্ষে ‘কৃষক বন্ধু’ প্রকল্পের দ্বিতীয় কিস্তি হিসেবে এই টাকা দিতে চলেছে দপ্তর। উপভোক্তার সংখ্যা গত বারের তুলনায় প্রায় দেড় লক্ষ বাড়বে বলে জানা গিয়েছে। এই প্রকল্পে বছরে দু’টি কিস্তিতে টাকা দেওয়া হয়। চাষজমির পরিমাণ অনুযায়ী একজন কৃষক বছরে সর্বনিম্ন ৪ হাজার থেকে সর্বোচ্চ ১০ হাজার পর্যন্ত আর্থিক সহায়তা পেয়ে থাকেন। লোকসভা নির্বাচনের পর চলতি বছরের প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল। এবার দ্বিতীয় কিস্তিত টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
Comments are closed.