বিসর্জন ঘিরে থাকছে একাধিক নিয়ম, জেনে নিন

আজ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের ক্ষেত্রে একাধিক নিয়ম জারি করল লালবাজার। বুধবার থেকে বিসর্জন প্রক্রিয়া শুরু হয়ে চলবে আগামী চার দিন। জানানো হয়েছে কয়েকটি গাড়ি করে শুধু প্রতিমা নিয়ে যাওয়া হবে নির্দিষ্ট ঘাটে। আর বিসর্জনের থাকতে পারবে পুজো কমিটির কয়েকজন।

গঙ্গার একাধিক ঘাটে বিসর্জন হবে। সব ঘাটে থাকবে কড়া নিরাপত্তা ব্যবস্থা। কলকাতা পুরসভা ও পুলিশ একত্রিত হয়ে পুরো বিষয় দেখাশোনা করবে। ঠাকুরের গাড়ির সঙ্গে কেউ ব্যক্তিগত গাড়ি নিয়ে যেতে পারবেন না। বিসর্জনের ডিজে নাচও বন্ধ করে দেওয়া হচ্ছে। ১৬টি ঘাটে বিসর্জন হবে। পুজো কমিটির ৫ জনের বেশি সদস্য ঘাটে যেতে পারবেন না। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জলপথ, স্থলপথ ও সিসিটিভির মাধ্যমে নজরদারি চলবে পুরো বিষয়ে। কিছু ঘাটে জায়ান্ট স্ক্রিনেও দেখা যাবে প্রতিমা নিরঞ্জন।

এই বছর রেড রোডে মেগা কার্নিভাল হবে। যদিও একাধিক মণ্ডপ থেকে প্রতিমা বিসর্জনের জন্য গঙ্গার ঘাটে নিয়ে যাওয়া হবে। কিন্তু সবকিছু শৃঙ্খলাবদ্ধ ভাবে করতে বেশকিছু নিয়ম আরোপ করা হয়েছে। শোভাযাত্রায় বেশি সংখ্যক মানুষের ভিড়, উদ্দাম নাচ ডিজে বন্ধ করে দেওয়া হয়েছে।

Comments are closed.