এবার ন্যায্য মূল্যে মাছ বিক্রি করার উদ্যোগ রাজ্য সরকারের, আপাতত খোলা হচ্ছে ৩৫ টি স্টল

ন্যায্য দামে সবজি, ফল ক্রেতাদের কাছে পৌঁছে দিতে কয়েক বছর ধরেই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এবার সরকারি উদ্যোগে ন্যায্য দামে তাজা মাছ বিক্রির প্রক্রিয়া শুরু করতে চলেছে মৎস্য দপ্তর।

সিদ্ধান্ত হয়েছে, রাজ্যের নানা প্রান্তে আপাতত ৩৫টি স্টল চালু করা হবে। সেগুলি সফল হলে আগামী দিনে স্টলের সংখ্যা বৃদ্ধি করা হবে। যেভাবে সুফল বাংলা স্টল থেকে তুলনামূলক কম দামে সবজি বিক্রি করে রাজ্য সরকার, সেই একই কায়দায় এবার বিক্রি হবে মাছ। স্টলগুলির নাম ঠিক হয়েছে সুফল বাংলা (মৎস্য)। প্রকল্পটি চালু করার জন্য প্রাথমিকভাবে ২ কোটি ৫৩ লক্ষ টাকা খরচ করা হবে।

মাছের খুচরো দাম নিয়ে সাধারণ ক্রেতাদের মধ্যে ক্ষোভ রয়েছে। এমনিতেই খোলা বাজারে মাছের দামের কোনও নিয়ন্ত্রণ নেই। উৎসব-পার্বণে তার দাম আকাশছোঁয়া হয়। বাধ্য হয়েই সেই চড়া দামে মাছ কেনেন ক্রেতারা। যেহেতু রুই-কাতলার একটা বড় অংশ বাংলায় আসে অন্ধ্রপ্রদেশ থেকে। তাই অনেক ক্ষেত্রেই তার দামেও নিয়ন্ত্রণ থাকে না। মাছের দাম নিয়ে এই সমস্যাগুলি কাটাতেই চালু হচ্ছে সরকারি প্রকল্প। 
মৎস্য দফতর জানিয়েছে, আপাতত ৩৫টি স্টল সফল করার জন্য সবরকমের উদ্যোগ নেওয়া হচ্ছে। মৎস্য দফতরের আওতায় নিজস্ব যেসব জলাশয়ে মাছ চাষ হয়, সেখান থেকেই টাটকা মাছ আসবে স্টলগুলিতে।

Comments are closed.