ভোটের আগে তৃণমূলের নতুন স্লোগান, ‘উঠেছে আওয়াজ বঙ্গে, মহিলারা দিদির সঙ্গে’। রাজ্যের মহিলা ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে এবার বড়ো দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূলের বঙ্গজননী বাহিনীকে। হাওড়ায় প্রথম সভা আগামী ১২ ডিসেম্বর। এরপর সভা হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, নদিয়া জেলায়। কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথীর মতো তৃণমূল সরকারের প্রকল্পের কথা তুলে ধরা এবং প্রচার হবে বঙ্গজননী বাহিনির কাজ।
এই মুহূর্তে তৃণমূলের বঙ্গজননী বাহিনীর সদস্য সংখ্যা প্রায় ৫০ হাজার। ১২ ডিসেম্বর থেকে তাঁদের নামানো হচ্ছে রাজ্যের মহিলা ভোটারদের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য। রাজ্যের ৪৯ শতাংশ মহিলা ভোটারের কাছে নারী কল্যানে মমতা সরকার কী কী কাজ করেছে তা তুলে ধরবে এই সংগঠন। সংগঠনের দায়িত্বে থাকা তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের কথায়, হাওড়া দিয়ে শুরু হলেও আগামী দিনে সব এলাকাতেই সভা করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বঙ্গজননী বাহিনী।
Comments are closed.