দুয়ারে সরকারের সাফল্যে ভয় পেয়েছে বিজেপি, বাবুল-দিলীপ গোষ্ঠীর কোন্দলে বারাবনিতে অশান্তি, দাবি তৃণমূলের

‘দুয়ারে সরকার’ এর মতো জনমুখী কর্মসূচি ভারত তো বটেই, সারা পৃথিবীতে আছে কিনা সন্দেহ, দাবি মন্ত্রী মলয় ঘটকের। এমন একটি ঐতিহাসিক কর্মসূচিকে নিয়েও মানুষকে ভুল বুঝিয়ে রাজনীতি করছে বিজেপি! 

শনিবার তৃণমূল ভবন থেকে রাজ্যের এই নয়া কর্মসূচির সাফল্য ও তাকে ঘিরে মানুষের উন্মাদনার কথা তুলে ধরেন মলয় ঘটক। তিনি জানান, এরই মধ্যে দুয়ারে সরকার কর্মসূচিতে সাড়া দিয়ে ১৬ লক্ষ ৫৩ হাজার মানুষ ভিড় করেছেন। তাঁদের পরিষেবা দিয়েছে ৭৫৯ টি সরকারি ক্যাম্প। মোট ১১ টি প্রকল্পের মধ্যে স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে মানুষের মধ্যে সবচেয়ে বেশি উৎসাহ দেখা যাচ্ছে। কিন্তু এতসব সত্ত্বেও একজন বিরোধী নেতা সরকারের এই কর্মসূচির সুনাম করেননি। কর্মসূচি ঘিরে রাজ্যের বিভিন্ন জায়গায় যে বিক্ষিপ্ত গণ্ডগোল ঘটছে তার দায় বিরোধী রাজনৈতিক দলগুলির উপর চাপিয়েছেন মলয় ঘটক। তাঁর কথায়, যেখানেই এই কর্মসূচি ঘিরে বাধা আসছে তার মূলে রয়েছে বিরোধীরা। কিছু গণ্ডগোলের জন্য সরাসরি বিজেপির নাম নেন তিনি। আসানসোলের বারাবনিতে বিজেপির ‘আর নয় অন্যায়’ কর্মসূচিতে বোমা, গুলি চলার ঘটনাতেও বিজেপিকে কাঠগোড়ায় তুলেছেন মলয় ঘটক। মলয়বাবুর কথায়, আসানসোলে বিজেপির চারটি গোষ্ঠী আছে। দিলীপ অনুগামী, বাবুল অনুগামী এবং অন্যান্য গোষ্ঠীর মধ্যে কোন্দলের জেরেই অশান্তি। তৃণমূলের কোনও ভূমিকা নেই।

Comments are closed.