দিদির সুরক্ষাকবচ: ৬০ দিনে সাড়ে ৩ লক্ষ কর্মী পৌঁছবে ১০ কোটি মানুষের দরজায়, নতুন কর্মসূচি তৃণমূলের 

সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে রাজ্যের তরফে ‘দুয়ারে সরকার’ প্রকল্প আগেই শুরু হয়েছিল। পঞ্চায়েত ভোটের আগে এবার তৃণমূলের তরফেও নতুন কর্মসূচির ঘোষণা করলেন অভিষেক ব্যানার্জি। দুয়ারে সরকারের ধাঁচেই দলীয় স্তরে শুরু হচ্ছে ‘ দিদির সুরক্ষাকবচ’। সোমবার সাংবাদিক বৈঠকে অভিষেক জানান, ১১ জানুয়ারি থেকে আগামী ৬০ দিন তৃণমূলের প্রায় সাড়ে তিন লক্ষ্য ভলেন্টিয়ার রাজ্যের ১০ কোটি মানুষের দরজায় পৌঁছে যাবে। স্বাস্থ্য সাথী, লক্ষ্মী ভাণ্ডারের মতো মোট ১৫টি প্রকল্পের সুবিধা মানুষ ঠিক ঠাক পাচ্ছে কিনা তা দেখাই হবে এই কর্মসূচির মূল লক্ষ্য। তৃণমূলের তরফে এদিন একটি অ্যাপের কথাও ঘোষণা করা হয়েছে। ‘দিদির দূত’ নামে ওই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ তাঁদের অভিযোগও নথিভুক্ত করতে পারবে। 

এদিন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি ‘দিদির সুরক্ষাকবচ’ কর্মসূচির উদ্বোধন করেন। তিনি বলেন, সরকার যেভাবে কাজ করছে, করে যাবে। দুয়ারের সরকারের ধাঁচেই এবারে তৃণমূলের তরফেও উদ্যোগ নেওয়া হচ্ছে সাধারণ মানুষ যাতে সরকারি প্রকল্পগুলো থেকে কোনও ভাবেই বঞ্চিত না হন। এদিন বিরোধীদের একহাত নিয়েছেন তৃণমূল নেত্রী। বলেন, বিরোধী থাকার সময়ও আমরা যে সংগ্রাম করেছি, এখনও তাই করে যেতে হচ্ছে। কেন্দ্রের প্রতিহিংসা পরায়ণ রাজনীতির বিরুদ্ধে প্রতিনিয়ত আমাদের লড়াই চালিয়ে যেতে হচ্ছে। 

দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এদিন আরও জানান, ৩৫০ তৃণমূল নেতা রাজ্যের বিভিন্ন পর্যন্ত অঞ্চলে গিয়ে দশ দিন করে রাত্রিবাস করবেন। এর ফলে স্থানীয় কোনও অভিযোগ থাকলেও তা নিষ্পত্তি হবে বালি দাবি তৃণমূলের।  

Comments are closed.