লোকসভায় ৫৭ হাজার ভোটে হারা কালিয়াগঞ্জ জিতল তৃণমূল! খড়গপুর এবং করিমপুরও জয়ের পথে, ধাক্কা বিজেপির

উপনির্বাচনে ৩ কেন্দ্রেই জিতছে তৃণমূল। ইতিমধ্যেই তৃণমূল ২৩০৪ ভোটে জিতে গিয়েছে কালিয়াগঞ্জ আসনে। লোকসভায় এই আসনে ৫৭ হাজার ভোটে এগিয়ে ছিল বিজেপি। সেখানে এই আসনে ছিনিয়ে নিল তৃণমূল। অর্ধেকের বেশি গণনা হয়ে গিয়েছে খড়গপুর এবং করিমপুর কেন্দ্রেও। শেষ পাওয়া খবর অনুযায়ী, করিমপুরে তৃণমূল প্রায় ৩০ হাজার এবং খড়গপুরে প্রায় ১২ হাজার ভোটে এগিয়ে তৃণমূল। অথচ মাত্র ছ’মাস আগে হওয়া লোকসভা ভোটে বিজেপি খড়গপুরে ৪৭ হাজার ভোটে এগিয়ে ছিল। তৃণমূল একমাত্র এগিয়ে ছিল করিমপুরে।
বিধানসভা উপনির্বাচনে এই ফল রীতিমতো তাৎপর্যপূর্ণ এবং বিজেপির পক্ষ অত্যন্ত বড় ধাক্কা। বিশেষ করে রাজবংশী অধ্যুষিত কালিয়াগঞ্জে এবং মিশ্র এলাকার খড়গপুরে বিজেপির ধাক্কা তৃণমূলকে বাড়তি অস্কিজেন যোগাবে।
এনআরসি ইস্যু যে এই ভোটে বড় প্রভাব ফেলেছে তা এদিনের ফলাফল থেকেই পরিষ্কার।

 

Comments are closed.