কন্যাশ্রী দিবস নিয়ে নেট মাধ্যমে ভিডিও বার্তা পোস্ট তৃণমূলের

কন্যাশ্রী দিবস উপলক্ষ্যে শনিবার ফেসবুকে বিশেষ ভিডিও বার্তা পোস্ট করল তৃণমূল। কন্যাশ্রী নিয়ে গান ও ছবির কোলাজে ভিডিও বার্তাটি প্রস্তুত করা হয়।

২০১৩ সালের অক্টোবর মাসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই প্রকল্পের সূচনা করেন। আর্থিক ভাবে পিছিয়ে পরা পরিবারের মেয়েদের জন্য এই প্রকল্প শুরু করা হয়। প্রকল্প অনুযায়ী ছাত্রীরা বছরে ১ হাজার টাকা এবং এককালীন ২৫ হাজার টাকা পেয়ে থাকেন।

অর্থের অভাবে অনেক মেধাবী ছাত্রীকে মাঝপথেই পড়াশোনা ছাড়তে হয়। পড়াশোনার খরচ বহন করতে না পেরে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই মেয়েদের বিয়ে দিয়ে দেন অনেকে। সমাজের এই প্রবণতা দূর করার জন্যই কন্যাশ্রী প্রকল্পের সূচনা। তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত রাজ্যের ৭৩ লক্ষ ছাত্রী এই প্রকল্পের সুবিধা পেয়েছেন।

এদিন ভিডিও বার্তার পাশাপাশি তৃণমূলের তরফে ফেসবুকে পোস্টে লেখা হয়, বাংলার মাটি রামমোহন রায়,ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ-এর মাটি। যাঁরা বরাবর নারী স্বাধীনতা ও নারী ক্ষমতায়নের উপর জোর দিয়েছেন। বাংলার মাটিতে নারীর অধিকার ও নারীর সুরক্ষা রক্ষায় মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন মা মাটি মানুষের সরকার অঙ্গীকারবদ্ধ।

২০১৭ সালে রাজ্য সরকারের এই প্রকল্প রাষ্ট্র সংঘে পুরস্কৃত হয়।

এদিন সকালেই কন্যাশ্রী দিবস উপলক্ষ্যে ট্যুইটে নারীর ক্ষমতায়ন নিয়ে বিশেষ বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

Comments are closed.