পানশালা বা বাইরে কোথাও নয়। মদ্যপান করতে হলে ঘরে বসেই করতে হবে। মদ্যপান নিয়ে নীতিতে বদল আনল মধ্যপ্রেদেশের বিজেপি শাসিত সরকার। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে রাজ্যের সমস্ত পানশালা বন্ধ থাকবে। শুধু তাই নয়, মদ কেনার ক্ষেত্রেও বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে সে রাজ্যের সরকার।
মধ্যপ্রেদেশের নতুন আবগারি নীতি অনুযায়ী, শুধু মাত্র বাড়িতে বসেই মদ খাওয়া যাবে। এবং স্বীকৃত দোকানই মদ বিক্রি করতে পারবে। লাইসেন্স বিহীন যত দোকান আছে সবগুলো বন্ধ করার পক্ষে জোরদার অভিযান চালাবে আবগারি দফতর। রাজ্য সরকারের মুখপাত্র নরোত্তম মিশ্র জানিয়েছেন, মদ্যপানে রাশ টানতেই সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও নতুন নিয়ম অনুযায়ী কোনও শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থানের ১০০ মিটারের মধ্যে মদের দোকান রাখা যাবে না। আগে এই দূরত্ব ছিল ৫০ মিটার।
দীর্ঘদিন ধরেই সে রাজ্যে মদ্যপান বিরোধী প্রচার চালাচ্ছেন উমা ভারতী। কয়েকদিন আগেই অভিনব উপায়ে মদ্যপানের প্রতিবাদ করেছিলেন তিনি। মদের দোকানের সামনে দুটি গরুকে বেঁধে মন্তব্য করেছিলেন, মদ খাওয়ার থেকে দুধ খাওয়ার অভ্যাস বেশি স্বাস্থ্যকর। এবার মদ্যপানে রাশ টানতে আরও তৎপর হল মধ্যপ্রদেশ সরকার।
Comments are closed.