ভোট পরবর্তী হিংসা নিয়ন্ত্রণে রাজ্যের প্রশংসা কলকাতা হাই কোর্টের
২ মে’র ফলের পরেই রাজ্যে কয়েকটি জায়গা থেকে অশান্তির খবর উঠে আসে
ভোট পরবর্তী হিংসা নিয়ন্ত্রণে রাজ্য সরকারের ভূমিকার প্রশংসা করল কলকাতা হাইকোর্ট। রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে সরকার পদক্ষেপ নিয়েছে। ৭ ও ৮ মে’র পর বাংলায় রাজনৈতিক হিংসায় কারও প্রাণ যায়নি, পর্যবেক্ষণ কলকাতা হাই কোর্টের।
২ মে’র ফলের পরেই রাজ্যে কয়েকটি জায়গা থেকে অশান্তির খবর উঠে আসে। কোথাও, তৃণমূল আক্রান্ত, তো কোথাও বিজেপি। দু’দলেরই বেশ কয়েকজন কর্মীর মৃত্যু হয়।
শপথ নিয়েই মুখ্যমন্ত্রী শান্তি বজায় রাখার বার্তা দেন। দোষীদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হওয়ার নির্দেশ দেন। অন্যদিকে বিজেপির অভিযোগ দিকে দিকে তাদের কর্মীরা তৃণমূলের দ্বারা আক্রান্ত। পুলিশ কার্যত নীরব ভূমিকা নিয়েছে বলেও সরব হয় গেরুয়া শিবির।
ভোট পরবর্তী হিংসা নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত কার্যত তুঙ্গে। এই পরিস্থিতিতে হাইকোর্টের পর্যবেক্ষণ মমতা সরকারকে স্বস্তি দেবে, মত পর্যবেক্ষকদের একাংশের।
Comments are closed.