মন্ত্রিসভার বৈঠক সেরে বিকেলেই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী, তৃতীয়বার জয়ের পর এই প্রথম

সপ্তাহের শুরুতেই দিল্লি যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জি। তবে দিল্লি যাওয়ার আগে এদিন দুপুর ১টায় রাজ্য মন্ত্রিসভার বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। এরপরই তিনি উড়ে যাবেন দিল্লি। নবান্ন সূত্রে খবর পাঁচদিন দিল্লি থাকবেন তিনি।

দিল্লিতে মুখ্যমন্ত্ৰী প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন। সূত্রের খবর বৈঠক করতে পারেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে। ২১ জুলাই মঞ্চ থেকে আগেই তৃণমূল নেত্রী বিজেপি বিরোধী ফ্রন্ট তৈরি করার বার্তা দিয়েছেন। বিজেপি বিরোধিদের মমতা জানিয়ে রেখেছেন দিল্লি সফরকালীন তাঁরা কোনও আলোচনা চাইলে সেখানে অংশগ্রহণ করতে পারেন তিনি।

সূত্রের খবর, পেগাসাস সহ ভ্যাকসিন নানা ইস্যুতে তিনি দিল্লিতে আলোচনা করতে পারেন বিরোধীদের সঙ্গে।
উল্লেখ্য, তৃতীয়বারের জন্য বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে তৃণমূল সরকার। এরপর বিজেপি বিরোধী জাতীয় রাজনীতিতে মমতা ব্যানার্জির গুরুত্ব বাড়তে শুরু করেছে।

যদিও মমতার দিল্লি সফর নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। রাজ্যের সমস্যা থেকে রেহাই পেতে দিল্লি যাচ্ছেন তিনি। সহযোগিতা চাইছেন মোদীর বলে কটাক্ষ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

Comments are closed.