বৃহস্পতিবার রামপুরহাটের বকটুই গ্রামে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার এক সরকারি অনুষ্ঠান থেকে নিজেই জানালেন। ৮ জন গ্রামবাসীর মৃত্যুর তীব্র নিন্দার পাশাপাশি এদিন বিরোধীদেরও একহাত নিয়েছেন। তিনি ফের দাবি করেন, রাজ্যের বিরুদ্ধে বৃহত্তর চক্রান্ত করা হচ্ছে।
বুধবার বিধবা ভাতা প্রদানের অনুষ্ঠান থেকে রামপুরহাটের অগ্নিকাণ্ড নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, আমরা সরকারে রয়েছি, সরকার কখনও চায় রক্ত ঝড়ুক? বিরোধীদের নিশানা করে মুখ্যমন্ত্রীর মন্তব্য, যারা সরকারে থাকে না তারা সরকারকে ব্যাতিব্যস্ত করতে চক্রান্ত করছে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী এদিন বলেন, যারা ঘটনা ঘটিয়েছে তাদের রেওয়াত করা হবে না। সেই সঙ্গে তিনি আরও বলেন, আমি নিজে রামপুরহাটে ৫০ বার ফোন করেছি। সিট্ গঠন করা হয়েছে। রাজ্য পুলিশের ডিজিও মঙ্গলবার রাত থেকে রামপুরহাটে রয়েছেন। তারপরেই মুখ্যমন্ত্রী জানান, তিনি আজই যেতেন, কিন্তু সিপিএম, বিজেপির প্রতিনিধি দল যাওয়ার জন্য বৃহস্পতিবার তিনি যাবেন।
রামপুরহাটে বিজেপি বিধায়কদের প্রতিনিধি দল যাওয়া নিয়ে এদিন গেরুয়া শিবিরকে তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। রামপুরহাটে যাওয়ার পথে বিজেপি বিধায়কেরা শক্তিগড়ে একজায়গায় দাঁড়িয়ে ল্যাংচা কেনেন, কেউ কেউ ডাব খান। এই ঘটনা উল্লেখ করে মুখ্যমন্ত্রীর খোঁচা, ওরা থাকাকালীন আমি যাবনা। সবে ওরা ল্যাংচা খাওয়া শুরু করেছে। তারপর আসানসোল হয়ে যাবে শুনেছি।
Comments are closed.