আধুনিকীকরণ হবে ব্যান্ডেল স্টেশন, ছাদে ফুড প্লাজায় সব সুবিধা সহ যাত্রীদের ড্রপ অফ, পিক আপের ব্যবস্থা হবে

আধুনিকীকরণ করা হচ্ছে ব্যান্ডেল স্টেশনকে। মঙ্গলবার হাওড়া ও শিয়ালদহ বিভাগের সব প্রধান ও ডিআরএমদের একটি বৈঠক হয়। সেই বৈঠকের পর পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা জানান, ব্যান্ডেল স্টেশনের পুনঃউন্নয়ন কর্মসূচি দ্রুত সম্পাদন করা হবে। এই কাজের জন্য প্রায় ৩৪৯ কোটি টাকা খরচ করা হবে। যাত্রীদের স্বাচ্ছন্দের জন্য স্টেশনে এসকেলেটর, লিফট ও সিঁড়ি বসানো হবে। যানজট এড়াতে মাল্টিলেয়ার পার্কিং সহ এলিভেটেড ড্রপ অফের ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, যাত্রী সুবিধার জন্য রেল ৯৪ টি স্টেশনকে আধুনিকীকরণ করার সিদ্ধান্ত নিয়েছে। এরমধ্যে রাখা হয়েছে ব্যান্ডেল স্টেশনকে। হাওড়া ও শিয়ালদহের মধ্যে সংযোগকারী একটি স্টেশন। এই স্টেশনে বহু দূরপাল্লার ট্রেন ও যাত্রীবাহী ট্রেন চলাচল করে। হাওড়া বিভাগের ব্যস্ততম স্টেশনগুলির মধ্যে একটি ব্যান্ডেল। জানা গিয়েছে, পুরাতন জুবিলি ব্রিজের আধুনিক বিল্ডিং রেপ্লিকোর জন্য আলাদা এন্ট্রি ও এক্সিট বানানো হবে। স্টেশন বিল্ডিং-এর পূর্ব পাশে এবং পশ্চিম পাশে আধুনিক অত্যাধুনিক সুবিধা করা হবে। ছাদে ফুড প্লাজায় সব প্রয়োজনীয় সুবিধা যেমন ক্যাটারিং, ছোট দোকান, বাথরুম, এটিএম, ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট, কিডস প্লে জোনের সুবিধা পাওয়া যাবে।

Comments are closed.