নির্ধারিত সময়ের আগেই ব্যান্ডেলে চালু ট্রেন পরিষেবা, স্বস্তিতে নিত্য  যাত্রীরা 

৭২ ঘন্টা পর ব্যান্ডেলে চালু হল রেল পরিষেবা। সোমবার নির্ধারিত সময়ের আগেই রেল পরিষেবা চালু হওয়ায় কিছুটা স্বস্তিতে নিত্য যাত্রীরা। রেলের তরফে জানানো হয়েছিল, সোমবার দুপুর ৩টে নাগাদ ব্যান্ডেল-মগরা রুটে ট্রেন পরিষেবা শুরু হবে। কিন্তু তার আগেই এদিন সকাল ৮.৪০ নাগাদ হাওড়া থেকে ব্যান্ডেলের উদ্দেশ্যে ট্রেন চলাচল শুরু হয়।  

ব্যান্ডেল স্টেশনের থার্ড লাইনে কাজের জন্য ৩ দিন ট্রেন চলাচল বন্ধ ছিল। যার ফলে চরম দুর্ভোগের মুখে পড়ে নিত্যযাত্রীরা। ফেরী থেকে শুরু করে অটো রুটে ভিড় উপচে পড়ে। অসুবিধা হলেও স্টেশনের আধুনিকরণের কাজকে স্বাগত জানিয়েছেন যাত্রীরা। তবে ট্রেন চলাচল শুরু হলেও পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হয়নি এখনও। ফলে ভোগান্তি কিছুটা থাকছেই। রেলের তরফে জানানো হয়েছে সোমবারই পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে। 

 

Comments are closed.