সুনন্দা পুষ্করের মৃত্যুর ঘটনায় পুলিশের চার্জশিটে নাম শশী থারুরের

স্ত্রীর রহস্য মৃত্যুর ঘটনায় পুলিশের চার্জশিটে নাম উঠল শশী থারুরের। তাঁর বিরুদ্ধে স্ত্রী সুনন্দা পুষ্করকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ এনেছে পুলিশ। ২০১৪ সালের ১৭ জানুয়ারি দিল্লির লীলা হোটেলের ৩৪৫ নম্বর ঘর থেকে উদ্ধার হয়েছিল কংগ্রেস নেতা তথা দেশের প্রাক্তন বিদেশ প্রতিমন্ত্রী শশী থারুরের স্ত্রী সুনন্দা পুষ্করের মৃত দেহ। সেই চাঞ্চল্যকর মৃত্যুর ঘটনার চার বছর পর সোমবার আদালতে চার্জশিট পেশ করল দিল্লি পুলিশ। দিল্লির মেট্রোপলিটন আদালতে পেশ করা এই চার্জশিটে শশী থারুরের নাম রয়েছে বলে জানা গেছে।

আদালতে জমা দেওয়া রিপোর্টে দিল্লি পুলিশ জানিয়েছে, খুন নয়, আত্মঘাতীই হয়েছিলেন সুনন্দা পুষ্কর। প্রায় ২০০ পাতার পেশ করা চার্জশিটে, এই মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ৩০৬ নং ধারায় অভিযোগ আনা হয়েছে শশী থারুরের বিরুদ্ধে। পাশাপাশি, ৪৯৮এ ধারায়, স্ত্রী’র উপর নির্যাতন চালানোর অভিযোগও শশী থারুরের বিরুদ্ধে এনেছে পুলিশ। প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে সে সময় দাবি করা হয়েছিল বিষ ক্রিয়ায় মৃত্যু হয়েছে সুনন্দা পুষ্করের। কিন্তু পরে ফরেন্সিক পরীক্ষায় জানা যায়, অতিরিক্ত ঘুমের ওষুধের প্রভাবের ফলেই মৃত্যু হয়েছে তাঁর। আদালতে মামলার পরবর্তী শুনানি ২৪ মে।

Leave A Reply

Your email address will not be published.