কোকেন কাণ্ডে চার্জশিটে রাকেশ সিংহের নাম, নেই পামেলা

কোকেনকাণ্ডে চার্জশিট জমা দিল কলকাতা পুলিশের নারকোটিক্স বিভাগ। বিজেপির যুব নেত্রী পামেলা গোস্বামীর নাম নেই চার্জশিটে। নাম নেই পামেলার সঙ্গে ধৃত প্রবীর ও তাঁর নিরাপত্তারক্ষীর। কিন্তু নাম রয়েছে বিজেপি নেতা তথা কৈলাস বিজয়বর্গীয় ঘনিষ্ঠ রাকেশ সিংহের। রাকেশ সিংহ ছাড়াও চার্জশিটে নাম রয়েছে মোট ৪ জনের।

ফেব্রুয়ারি মাসে গাড়িতে কোকেন নিয়ে ধরা পড়েন বিজেপির যুবনেত্রী পামেলা গোস্বামী। তার সঙ্গে থাকা প্রবীর দেকেও গ্রেফতার করা হয়। আদালতে তোলার সময় পামেলা দাবি করে, তাঁকে ফাঁসানো হয়েছে। তিনি বিজেপি নেতা রাকেশ সিংহের নামে অভিযোগ করেন। রাকেশ সিংহ তার গাড়িতে মাদক রেখেছিল বলে দাবি করেন পামেলা। তারপর রাকেশ সিংহকে গ্রেফতার করে পুলিশ।
পুরো ঘটনার তদন্ত শুরু করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। ঘটনার ৭৪ দিনের মাথায় চার্জশিট পেশ করল কলকাতা পুলিশ।

Comments are closed.