পিছিয়ে গেল রবিবারের বড় ম্যাচ, চলছে মোহনবাগান-পুলিশ দোষারোপের পালা

আই লিগের প্রথম বড় ম্যাচ হওয়ার কথা ছিল রবিবার। মুখোমুখি হওয়ার কথা ছিল মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের। কলকাতার দুই প্রধানের মহারণ নিয়ে উত্তেজনায় ফুটছিলেন সর্মথকরা। কিন্তু মঙ্গলবার সন্ধ্যা থেকে পরিস্থিতি পাল্টাতে শুরু করে। শুরু হয় বড় ম্যাচ নিয়ে জটিলতা। আর বুধবার দুপুরবেলা নিশ্চিত হয়ে যায়, এই রবিবার বড় ম্যাচ হচ্ছে না। বিকেলের দিকে মোহনবাগানের পক্ষ থেকে সরকারিভাবে ঘোষণা করে দেওয়া হয় বড় ম্যাচ পিছিয়ে যাচ্ছে। কারণ হিসাবে বলা হয়েছে আইনশৃঙ্খলাজনিত পরিস্থিতির জন্য বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বলা হয়, দর্শক সংখ্যা অনেক কমিয়ে দিতে হবে। মোহনবাগান সূত্রের খবর, ১০ হাজার দর্শকের খেলা দেখার অনুমতি দিতে চেয়েছিল বিধাননগর পুলিশ। স্বাভাবিকভাবেই তাতে বিপুল পরিমাণ ক্ষতি হতো আয়োজক মোহনবাগানের। তাই তারা রাজি হয়নি। শেষ পর্যন্ত বিধাননগর পুলিশের সঙ্গে আলোচনায় ম্যাচ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। যদিও বিধাননগর পুলিশের দাবি অন্য। তাদের দাবি, আয়োজক মোহনবাগানের ভুলেই বড় ম্যাচ পিছিয়ে যাচ্ছে। তবে কারণ যাই হোক, আই লিগের প্রথম বড় ম্যাচ পিছিয়ে যাওয়ায় চরম ক্ষুব্ধ সমর্থকরা।

 

Comments are closed.