ময়দানে প্রথম, ছোটদের বড় ম্যাচে ঝামেলা মোকাবিলায় বাউন্সার, সিসিটিভি

শেষ কয়েক বছরে, যতবার যুবদের এবং ছোটদের আই লিগে মুখোমুখি হয়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, ততবার উত্তপ্ত হয়েছে ময়দান। সাধারণভাবে এমনি বড় ম্যাচে যত পুলিশ থাকে, তার সিকি ভাগও থাকেনা ছোটদের বড় ম্যাচে। কিন্তু সর্মথকরা আসেন ভালো সংখ্যায়। ম্যাচ চলাকালীন দু’পক্ষেরই গালিগালাজের প্রতিযোগিতা চলে। আর ম্যাচের শেষে তারা ফেরেন একই রাস্তা দিয়ে। সেখানেই বারবার মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়েন সর্মথকরা। প্রতিবারই আহত হন বেশ কিছু সমর্থক। দুই ক্লাবের পক্ষ থেকে অভিযোগ করা হয় এই ম্যাচগুলোয় পর্যাপ্ত পুলিশ থাকে না।
শনিবার ময়দানে এরকমই একটা বড় ম্যাচ। অনূর্ধ্ব ১৮ আই লিগের ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। এই ম্যাচের আয়োজক ইস্টবেঙ্গল। তারা এই ম্যাচের নিরাপত্তা নিয়ে অভিনবত্বের রাস্তায় হাঁটল। ময়দানে প্রথমবারের জন্য যুবদের বড় ম্যাচে থাকবে সিসিটিভি ক্যামেরা। ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের গ্যালারি মিলিয়ে মোট ৪টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। তাই কারা ঝামেলা পাকাচ্ছে তা চিহ্নিত করতে সুবিধা হবে। এছাড়াও শুধু পুলিশের ভরসায় না থেকে, বাউন্সারের ব্যবস্থা করছে ইস্টবেঙ্গল। শনিবার দুপুরে ম্যাচের সময় ইস্টবেঙ্গল মাঠে ১৫ জন বাউন্সার থাকবে।

Comments are closed.