DM আইনে শোকজ করা হোক অমিত শাহকে, আলাপনের পাশে অভিষেক

আলাপন ইস্যুতে সদ্য প্রাক্তন মুখ্যসচিবের পাশে দাঁড়ালেন অভিষেক ব্যানার্জি। বললেন, বিপর্যয় মোকাবিলা আইন প্রয়োগ হোক নির্বাচন কমিশনের বিরুদ্ধে। কী দরকার ছিল বাংলায় ৮ দফায় ভোট করানোর? আর প্রধানমন্ত্রী এখানে এসে বলছেন, এমন ভিড় জন্মে দেখিনি! এটাই আমাদের দুর্ভাগ্য। 

বুধবার সকালে যশ বিধ্বস্ত এলাকা ঘুরে দেখেন ডায়মন্ড হারবারের সাংসদ। ঘরহারাদের পাশে আছেন মমতা ব্যানার্জির সরকার, বলেন অভিষেক ব্যানার্জি। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। প্রকাশ্যে আলাপন ব্যানার্জির পাশে দাঁড়ান তিনি। বলেন, আলাপন ব্যানার্জিকে কেন শো কজ করা হল? উনি রাজ্যের করোনা মোকাবিলায় একেবারে প্রথম সারিতে রয়েছেন। তাঁকে দিল্লি অ্যাটাচ করে নিলেন? কী হবে সেই কাজের যেটা আলাপন বাবু সামলাচ্ছিলেন? অভিষেক ব্যানার্জি বলেন, বিপর্যয় মোকাবিলা আইনে শো কজ নোটিস পাঠানো হয়েছে। কেন্দ্রীয় সরকার নিরপেক্ষ হয়ে এই চিঠিটা নির্বাচন কমিশনে পাঠাক। চিঠি যাক স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসে। প্রধানমন্ত্রী বাংলায় এসে বলছেন এমন ভিড় জন্মে দেখিনি। এটাই আমাদের দুর্ভাগ্য! বলেন যুব তৃণমূল সভাপতি। অভিষেক ব্যানার্জি বলেন, ভোটের আগে কত নেতা, এখন একজনের দেখা পেয়েছেন? আমি মনে করি বিপর্যয় মোকাবিলা আইনে ব্যবস্থা নিতে হলে সবচেয়ে আগে নির্বাচন কমিশনকে নোটিস করুক কেন্দ্রীয় সরকার। মোদী-অমিত শাহকে শো কজ করুক। আমি তো বলব, আমাদের পার্টিকেও চিঠি দিন। যারা আইন ভেঙ্গেছে তাঁদের সবাইকে চিঠি দিন। বিচার করে শাস্তি হোক। তা না করে একজন সম্মানীয় আমলাকে নিয়ে প্রতিহিংসা দেখানো কেন্দ্রীয় সরকারকে মানায় না। দ্বিতীয় ঢেউয়ে কেন দেশে হাহাকার তার জবাব দিতে হবে। 

Comments are closed.